মোরা বন্য ভিন্ন অন্য কিছু নই
একের দুঃখে অন্যজনে কেমনে খুশি হই?
মোরা এখন নরমাংস ভোজী
আপনার স্বার্থে আপনের সাথে ঝঞ্জা করি রোজই।
মোরা একতা শিকায় তুলে
মূল, শিকর গিয়ছি ভুলে।
জাগবো কবে? রাত হলো রে ঢের
আঁধার ঐ ধেয়ে আসে পাইনা তবু টের।
গাঁয়ের মাঝে ঝঞ্ঝা বাজে
দেখে কেবল মরি লাজে।
ভাইয়ের সামনে রক্ত ঝরে ভাইয়ের
আপন কড়ি বিলিয়ে দিয়ে মামলা করি দায়ের।
ছিলো না যাদের কালো অক্ষর
তাঁরাও দিয়েছে বেজায় টক্কর,
সংখ্যায় ছিল তাঁরা শুধু সাতাশ পরিবার
খুব সহজে গিয়েছি ভুলে ইতিহাস বাপ,দাদার।
যে জাতি যায় রে ভুলে আপন ইতিহাস
কেউ পারেনা ঠেকাতে জানি তাঁদের সর্বনাশ।
ঘরে ঘরে শিক্ষিত আজ তবুও কেন ঝঞ্জা?
মোরা স্বার্থের তরে গাঁয়ের পরে লড়ছি শুধু পাঞ্জা।
ভুলেই গিয়েছি রাত পোহালে দেখি মোদের মুখ
কেমন করে এক নিমিষেই ভাঙি আপন বুক।
সময় আছে এখনো সবাই ওঠো আবার জেগে
পূণ্য প্রীতির বন্ধনেতে গভীর অনুরাগে।


রচনাকাল ঃ ২৫/১১/২০২১ ইং নিজ বাস ভবন।