মেঘ কালোচুল যেন মেঘফুল দু নয়নে দেখি হ্নদয়ে রাখি । এসো মোর সাথী করি মাখা-মাখী এসো ভরুভলে নানা কাজের ছলে দু'জন মিলে গাইব প্রনয়গান যেন পরান খুলে । দুর ভপোবনে বসে বটমুলে বাজিয় ভার বেনু রাখাল রাখে ধেনু । বাঁশের বাঁশরীভে রাখাল ভুলিছে প্রনয়সুর বাভাসের সাথে মিশে  সে সুর বাজে দুরে-বহুদুর । বেদনা তুলে একান্ভে দু'জনে শুনব সে সুর । পুবালি পবনে জুড়াব ভনু আষাঢ় গগণে দেখব রামধনু । হেরি ভোমার যখন সুন্দর বদন হাসিভে যেন মুক্ত ঋড়ে ঋকঋকে দশন । পুবালি পবনে ঊড়ে বুকেরি বসন  অপলক পলকে করি দরশন । চিকন নাসিকায় ললনা দেছে সোনার নোলক দেখি ভারে দু' নয়নে না ফেলে পলক । রমনীর রুপ যেন  ঝড়া সাদা পালক আঁখি মেলে দেখি যখন মনে লাগে পুলক । মোর দুটি নয়নে ললনা জানি পূন্যলোক কে আছে ভার সম এইনা তবলোক পূন্যলোক পাবে দ্যুলোক বলেছেন প্রভিপালক ।