ছোট  একটি শিশু,
আমি ওর নাম দিয়েছি বনঘাস ফুল
বুঝেনি সে অন্যের ভুলের দিতে হবে মাশুল।
শুধু রাজশক্তির অবহেলায়
চলে গেল সে অবেলায়।
রাজশক্তিকে ভক্তি দিয়ে হয়নি তার মুক্তি
অসহায় পিতা অবাক হয়েছে শুনে উদ্ভট উক্তি।
উত্‍সুক জনতা
কাঁদে মানহতা।
উন্নয়নের পাইপ লাইনে
রাজশক্তি পার পেয়ে যায় রাজকীয় আইনে।
রাজশক্তির চালাকি নীরবতা
নিরুপায় পিতা মেনে নেয় তা।
ও যদি হতো টবে বেড়ে ওঠা কোন গোলাপ
তবে কি রাজশক্তি বকতো এমন প্রলাপ?
সামান্য বনঘাস ফুল তার জন্য রাজ্য সম্পদ বিনাস।
মেনে নিতে পারেনি রাজশক্তি তাই ঘাসফুলের হল সব`নাশ।
রাজশক্তি হলো সংহারক বনঘাস ফুলের
তবে কেন দন্ড পাবেনা রাজশক্তি মহাভুলের?
চেয়ে চেয়ে দেখেছি
নীরবে মেনেও নিয়েছি।
"শুধুই একটি বনঘাস ফুলের অপমৃত্যু॥