আমি সভ্যতার শক্তি
যুদ্ধ করছি কালে কালে।
মানবের তরে পৃথিবীর পরে
এখনও যুদ্ধ করেছি চলে।
অসভ্যতা,অমানবিকতা
পারেনি আমায় থামাতে।
দেহ থেকে ঝড়িয়েছে রক্ত
কঠিন প্রস্তর আঘাতে।
তবুও আমি করেছি শপথ
সুপথ ছাড়বনা কোন কালে।
নিজেকে জড়াবনা কখনও
অসভ্যতার পাতানো জালে।
আমি যুগে যুগে পথে প্রান্তরে
গেয়ে যাই মানবতার গান।
মহাকাল ধরে মহাবিশ্বের পরে
অসভ্যতার  করে যাই অবসান।
আমি যাই ঝঞ্ঝা বিক্ষুব্ধ মানুষের দ্বারে
ওদের প্রস্তর সম হৃদয় তাই
আমাকে ফিরিয়ে দেয় বারে বারে।
অসভ্যতার অশুভ শক্তি
বিছায়েছে কাঁটা পথে ঘাটে।
চলেছি কাঁটা ভরা পথে
তবুও জীবন যায়নি টুটে।
গোপনে অতি গোপনে অসভ্যতা
বিছায়েছে তার জাল।
সাক্ষী যেন ইতিহাসের পাতা
সাক্ষী মহাকাল।