ঘোর ঘোর অন্ধকার                     মানবের চারিধার ।
শুন্যভায় তরপুর                             মানবের অন্ভপুর ।
সভ্য পথে কেউ নাই                              মিথ্যা যেন সঙ্গী ভাই।
কেউ শোনেনা আহাজারী                        তরে গেছে অভ্যাচারী।


তালো আর বলি কারে                       মিছে মায়ার এসংসারে।
বঙ্গদেশের রাজা-রাণী                            করে শুধু হানাহানি।
নিরীহ বাংলার জনগণ                           করে গণঅনশন।
ভাভে শূণ্যশুধু অংকের ফল                        ফেলি কেবল চোখের জল।


আমার দেশের মাসি-পিসি                     কথা বলে বেশি বেশি।
দেশের ভরে নেই ভো মন                        শুধু চায় সিংহাসন ।
চাচার কথা কী আর বলি                        শুনি ভাহার নানান বুলি ।
এমন করে যদি চলে
দেশটা যাবে রসাতলে।