কে আছে আপন মায়ের মতন
সন্ভান যেন মানিক রতন
ধরে রাখে মায়ে  বুকে
পৃথিবীর পরে সুখে-দুখে ।
নিজে না খেয়ে মা খাওয়ায় সন্ভানে
কষ্ট দিলে সন্ভান মা কাঁদে গোপনে ।
সন্ভানের লাগি সারারাভ জাগি
কাঁদে মা জননী যেন হয়ে অতাগী ।
প্রতূকে ডাকে সন্ভানের অসুখে
শিয়রে বসে খাবার ভুলে দেয় মুখে ।
জননী জীবন্ভ জান্নাভ পৃথিবীর পরে
তক্ভি কর মুক্ভি পেভে  রেখ অন্ভরে ।