নীলিমার ঐ নীলে নীলে
কে দিলো গো অমন রূপ।
কাননের ফুলে ফুলে
কে দিলো সুরভী হেরি হই নিশ্চুপ।
কে বল সৃষ্টি করল
সুন্দর এই বসুন্ধরা।
কে দিল রে ধরার মাঝে,
নদীর বুকে। তটিনীর ঐ ধারা।
কে পাঠালো মানুষ রূপে
দুনিয়াতে সৃষ্টি করে।
অন্ধকার দুর করতে
কে দিল আলো তোরে।
কে দিল রে পাখির কণ্ঠে
মিষ্টি মধুর গান।
কে করল রে দেখতে তোরে
সুন্দর চক্ষু দান।
কে দিল রে হরেক রকম
রঙিন প্রজাপতি।
কার কাছে করিস রে তুই
গভীর মিনতি।
দিলের মাঝে কে দিল রে
এতো ভালবাসা।
সুখে -দুখে কে দিল বল
তোরে বাঁচার আশা।
বাঁচতে তোরে কে দিল রে
আলো,বাতাস, পানি।
সঠিক পথে চলতে তোরে
কে দিল কুরআনের বাণী।
কে দিল রে বিবেক তোরে
ভাল-মন্দ বুঝতে।
কে শিরে দুই চক্ষু দিল
সত্য-মিথ্যা খুঁজতে।
যুগে যুগে তোদের দ্বারে
কে পাঠালেন নবী ও রাসুল।
সঠিক পথে সত্যের সাথে
ধরিয়ে দিতে তোদেরই ভুল।
বুঝতে হবে দিবা-নিশি
কে দিল রে রবি ও শশী,
কে দিল তোদের এতো সব ।
তিনি মহীয়ান গরীয়ান
তিনিই তোদের রব।।