আমার খোকা  যুদ্ধে যাবে
লড়বে দেশের তরে।
যেমন করে লড়েছিল
তার বাবা একাত্তরে।
খোকার বাবা যুদ্ধ করে
ছিনিয়ে এনেছিল এদেশ।
খোকাও তেমন যুদ্ধ করে
সন্ত্রাসীদের করবেই শেষ।
মায়ের কথায় খোকা যেন
মনে পেয়েছে খুব জোর।
জীবন দিয়ে আনবে এবার
মায়ের দেখা নতুন সে ভোর।
থোকার সাথে জোট বেঁধেছে
ছিল যত পড়ার সঙ্গী।
আশা করি খোকার সাথে
থাকবে যত বঙ্গবাসী।
মায়ের কাছে খোকা বলে
মাগো এবার তবে যাই।
মা বলে সন্ত্রাসীদের
দিসনে যেন ঠাঁই।
দোয়া করি হোক পূরন
খোকার যত সাধ।
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
করুক শত্রুদের বধ।