এল রে এল আজি বসন্ত এ দেশে
তাই তো দেখি শিমুল, পলাশ
রং ছড়িয়ে দেখ হাসে।
বন্ধ কর হরণ নীতি
বাড়াও হে  মনের প্রীতি
বসন্তের ঐ তালে তালে।
দেখ কত ফুল ফুটেছে
কৃষ্ণচূড়ার ডালে ডালে।
বসন্তেরই ছোঁয়ায়
ফাগুনের দখিনা হাওয়ায়,
মন যেন আজ দোলে।
কুটির খানির পাশেই
নতুন আমের মৌলে।
চড়ুই পাখির কিচির মিচির
কোকিলের কুহু কুহু।
এরই সাথে পাল্লা দিয়ে
দোয়েল ডাকে মুহু মুহু।
বসন্তের বান ডেকে যায়
গাছের কচি পাতায়।
দেখ সবে বসন্ত বাহার
মেতো না আর অমানবিকতায়।
বন্দনা কর বসন্তের আজ
হানা-হানি সবাই ভুলে।
দুর হয়ে যাক সব আঁধার
ভরে উঠুক জীবন ফুলে ফুলে।