এক একটি কবিতা সন্তানের মতো
যাদের নিয়ে আমি করি খেলা।
ওদের নিয়েই পথ চলি ওদের সাথে কথা বলি
এমন করেই কেটে যায় সারাবেলা।
আমার সুখে হাসে ওরা কাঁদে আমার দুখে
সদাই পাশে থাকে ওরা সকল অনুভবে।
তাই বলি ধরণীতে ওদের মতো
কে বল ভাই এমন আপন হবে?
এক একটি কবিতা ফুলের মতো
ওরা ফোটে আমার হৃদয় কাননে
ওদের লালন করি কতই আদরে।
জানি ওরা খুবই ভালো
তাই জড়ায় মোরে মমতার চাদরে।
ওদের পরিছন্ন ভাবনাগুলো ,
মনের মাঝে শান্তি আনে।
ওরা আমায় সাহস জোগায়
আবার সাড়া দেয় শক্তি জোগায় প্রাণে।
এক একটি কবিতা সৈনিকের মতো
যারা ঝাঁপিয়ে পড়ে দেশের তরে।
ওরা শান্তির জন্য যুদ্ধ করে
সারা পৃথিবী জুড়ে।