আমার আঙ্গিনায় পড়েছে মানবী
তোমারি পায়ের ধুলি।
ভুলতে পারো মোরে ললনা
তোমারে কেমনে ভুলি।
বসন্তের অলস দুপুরে আমার কুটিরে
এসেছিলে তুমি অতি গোপনে।
তোমারে পেয়ে কী যে আনন্দ
পেয়েছিনু মোর মনে।
চিত্তজ্বালা করেছিলে হরণ
তোমার পবিত্র ভালবাসায়।
বসন্তের সাথে করেছিলে বরণ
ভেসছিলাম আমি সত্যিই পূণ`তায়।
চিত্তের গহীনে ক্ষণে ক্ষণে
তাই কী যে ভাল লাগে।
তোমার তরে ওগো মানবী
কত ভালবাসা মনে জাগে।
আকুল নয়নে তোমারি পানে
চেয়েছিনু না ফেলে পলক।
হয়েছিলাম পাগলপারা
হেরি তোমার ঐ রুপের ঝলক।