আমার হিয়ার মাঝে
সকাল সাঁঝে
তুমি কেবল রও।
বসে বসে
হেসে হেসে
কত কথাই কও।
তুমি মোর হলুদ পাখি
হেরি তোমার কাজল আঁখি
না ফেলে মোর পলক।
অরুণ কিরণ চন্দ্র বদনে
তার ঝিলিক লাগল দশনে
তাই নাচল সোনার নোলক।
আমার সকল কাজে
সকাল  দুপুর সাঁঝে
তোমার গানের সুর বাজে।
কেনই তুমি লুকাও ঘরে?
এই আমারে পাগল করে
কেন তুমি মরো লাজে?
আমি বুঝতে পারি
তুমি লাজুক নারী
আমায় ভালবাসো।
আমায় দেখলে পরে
থাক দুরে দুরে
আর চুপটি করে হাসো।
আর কত দিন চলবে এমন
মন যে করে কেমন কেমন
সখী তোমার  তরে।
কেমন করে রইবো আমি
বলনা সখী বল তুমি
একেলা মোর ঘরে।
মনের দামে মন কিনতে চাই
যদি সখী পাই।
বিনয় করে বলি, দাও গো মোরে ঠাঁই।
দিবা-নিশি বাজাই বাঁশি
তুমি মোর ফুল ও শশী
যেন তোমায় পাই।