চির সুখের উদ্যান ছাড়ি
ভবের মাঝে দিলাম পাড়ি।
জানিনা কিসের আশায়
মিছে মেতে আছি কান্না হাসায়।
সুপথ ছেড়ে কুপথ ধরে
আলো থেকে অন্ধকারে।
পাপাচারে লিপ্ত হয়ে
মনের শান্তি যাচ্ছে ক্ষয়ে।
কবে কে কোথায় করেছিল ভুল
সেই ভুলেরই দিচ্ছি মাশুল।
এসে এ জগত সংসারে
কারে বলি এ কথা শুধাই বল কারে।
হিয়ার মাঝে শুধুই বাজে সকল মন্দ কথা
তাই বুঝি গো হৃদয় থেকে হয় নারে দুর ব্যথা।
কর পণ ওরে মন
চলবে তুমি সারাক্ষণ।
সরল সহজ পথে
সদাই সত্যের সাথে।