কারপানে গো চাহি তুমি
করিছো অশরুদান
সে কি ডাকে দেবে সাড়া
ভেঙ্গে রে সকল অভিমান ।
হৃদয় মাঝে বেদনা বাজে
তুলে বিরহ সুর ।
গোপন ব্যথায় স্বপ্ন ওরে
হয়রে বুঝি চুর ।
কী হেতু আসিয়াছ তুমি
নিখিল এ ভুবনে ?
কী হেতু কাঁদ তুমি
গোপনে গোপনে ?
কার তরে গো আকুল হয়ে
এ বিশ্বচরাচরে বিরহ গান গাওয়া ?
সে কি তোমায় দেয়নি দেখা
আজও বুঝি হয়নি তারে পাওয়া ?
তবে কি তুমি অতৃপ্ত
না পেয়ে তার দেখা ?
তাই বুঝি গো বদনে তোমার
ফুটেছে মলিন রেখা ।
কি কথা শুনতে চাও তারে
নিরজন নীরবে নিভৃতে ।
সে কি গো হেরি তোমার
নয়নের জল,আনন্দে ওঠে মেতে ?
হে বন্ধু মোর, কাটবে রে তোর ঘোর
ধৈয্য ধরে থাকিস ।
পলে পলে নয়নের জলে
তারেই কেবল ডাকিস ।