একি অদ্ভুত অভদ্রতা !
হায়রে আধুনিক সভ্যতা ।
মানুষ মানুষের রক্ত করে পান
সামান্য কিছু দান করে হতে চায় মহান
নগ্ন দেহের নৃত্য দেখে
মদ্যপানে মগ্ন থাকে ।
কাম লালসার চোখ
করতে চায় ভোগ ।
অন্যের অবলা নারী
এ যেন সভ্যতার নামে অসভ্যতার বাড়াবাড়ী।
চারিদিকে বাজছে শুনি
বিচ্ছেদের ঘন্টা ধ্বণি ।
আধুনিক অদ্ভুত  অসভ্যতার ফলে
দারিদ্রতায় অতিষ্ঠ যারা পিঠ ঠেকেছে দেয়ালে ।
আকাশ পানে উড়ে কত
বাজপাখি, শকুন শত শত।
ইচ্ছে হলেই মনের হরষে
অসভ্যতার পরম পরশে।
বাজপাখি আর শকুন
ওরে চেয়ে দেখ করছে নিত্য খুন।
অতি গোপনে ছড়িয়ে আছে অসভ্যতার  সব জাল
সাক্ষী তার ইতিহাসের পাতা , সাক্ষী যে  মহাকাল ।