দ্বারে বাজে রণ কাঁসর
খোল দ্বার, সাজিয়োনা বাসর ।
এসেছে সময়ের ডাক
থাক তবে ফুল শয্যা থাক ।
এখনই আসিবে প্রদীপ্ত আহবান
গাইতে হবে জয়গান ধরতে তান ।
বড় দুঃসহ বড় কঠিন এ অভিযান  
গেলেও যাইতে পারে আপনার প্রাণ ।
ওগো সৈনিক ডরিয়োনা , জীবন কর দান
যুগে যুগে কালে কালে হইবে মহীয়ান ।
অত্যাচারীর ধরিসনা চরণ
পুষ্প মালায় করিসনা বরণ ।
ওরে ঐ শোযন কারীর ত্রাসে
ওরা প্রলয়ের খেলায় হাসে ।
ধরণীকে ধরিছে ঘেরিয়া
নিবিড়তর তিমির আসিয়া ।
চারিধারে শুধু ঘন ঘোর
তবুও আনিতে হবে রে ভোর ।
জ্বালাও তোমার অগ্নিশিখা
হটাও তিমির, যৌবনে দাও রাজটিকা
আসুক যতই ঝঞ্ঝা রে
লড়তে হবে পাঞ্জা ওরে ।
বুকে রাখিস ওগো হিম্মত
আজি দেখাতে হবে কেরামত ।
ঝঞ্ঝা ভরা এ বসুন্ধরা মুক্ত করতে হবে আজি
বাঁচার মত বাঁচতে হলে ধরতে হবে বাজি ।
নিখিল পীড়ত মুখে ওগো
তুলে দিতে হবে রে অন্ন ।
দম্ভকারীর দম্ভ ওরে
করিতে হইবে চূর্ণ ।