সবুজের মাঝে অবুঝ তোরা
কাটিসনা আর বৃক্ষলতা ।
বৃক্ষলতায় লুকানো আছে
মা, মাটির মমতা ।
এ ধরণী  জননী মোদের
করি হেথা মোরা বসবাস ।
বৃক্ষলতার পরম পরশে
ঘোচাব মোদের  সরবোনাশ ।
ধরনী কারও নয়রে একার
তোমার, আমার, সবার  
সবুজের মাঝে স্বপ্ন আঁকে
ওরে এই পৃথিবী আমার ।
বৃক্ষলতা , পাখ-পাখালি
কাননে কাননে কুসুম কলি ।
গায় সবে সবুজের জয়গান
সৃষ্টির সেরা মানুষ জাতি
করিসনারে সবুজের অবসান ।
ধরার বুকে বাঁচতে হলে
আয়রে সবে দলে দলে ।
চালাতে হবে সবুজের অভিযান
গড়তে সবুজ ধরণী
ওরে রাখতে হবে তার মান ।