পথে পথে বাঁধার দেয়াল
করিনিতো একটু খেয়াল ।
কেবল তোমারে ভালবেসে
তবে কেন মোর বেহাল দশা
পড়েছি তোমার রোষে ।
রাশি রাশি মুখের হাসি
নয়নের জলে গেল ভাসি
কেন গো চিরতরে ?
কেন এই হৃদয় মম
হয়েছে আজি পাহাড় সম
ঘুরি কেন দ্বারে দ্বারে ?
করুনা যদি না পাই তোমার
কি হবে মোর বেঁচে থাকার
এই অবনী পরে ।
নরক অনল বক্ষে লয়ে
দুঃখ ভারে পড়ছি নুয়ে
চলতে গিয়ে পথের ধারে ।
কে আছে আর করবে ত্রাণ
দুঃখ মোর করবে অবসান
নিখিল এ ভুবনে ।
ডাকি তোমায় জগত স্বামী
দাওনা ডাকে সাড়া তুমি
সে ব্যথা মোর মনে ।
ডাকে যদি না দাও সাড়া
জীবন তবে কর সারা
চাইনা মোর দীনতার জীবন ।
নয়নে মোর অনন্ত ক্রন্দন
সারা হয়েছে আশার স্বপন
সাক্ষী যে তার আকাশ-বাতাস
সাক্ষী যে তার নিখিল ভুবন ।