জননী এখনও কাঁদিয়া ফেরে হারিয়ে বুকের মানিক
এত ব্যথা যার  বুকের মাঝে  নেয় না কেউ এসে খানিক ।
হারিয়ে জননী জোওয়ান ছেলে
ও যেন সদা ভাসে নয়নের জলে ।
ব্যথায় ব্যথায় পরাণ তাহার
হয়েছে যেন অকুল পাথার ।
ছেলে ছিল তাহার ঘরের বাহার
তাহার তরে রোচেনা আহার ।
সদাই থাকে পাগলিনীর বেশে
জননী ওগো  কাঁদতে কাঁদতে হাসে ।
সকাল সাঁঝে সকল কাজে
হাহাকার তাহার বুকের মাঝে ।
হারায়ে বুকের মানিক ধন
ও তার শুন্য নিখিল এ ভুবন ।
বাতায়ন খুলে নয়নের জলে দেখায় ছেলের কবর
এত কাছে থাকে মানিক তার পায়না তবুও খবর ।