টেকনাফ থেকে তেঁতুলিয়া
বাংলার প্রতি প্রান্তরে ।
মুজিব এখনও আছেন সজীব
কোটি কোটি মানুষের অন্তরে ।
থেমে যেতেও পারে কোনকালে
পদ্মা, মেঘনা, যমুনার শ্রোতধারা
বঙ্গদেশে বঙ্গ বন্ধুর
স্মৃতি হবে নাকো সারা ।
আকাশে-বাতাসে কুসুমের সুবাসে
ধ্বনিত হবে জাতির পিতার নাম
হাজার বছর পরে বাংলার ঘরে ঘরে
গাইবে নওল কিশোর কেবলই তাঁর  সুনাম ।
তুমি বাঙ্গালীর বীর নত করনি শির
তোমার জ্বালাময়ী ভাষনে
করেছো শত্রুর বুক চৌচির ।
তোমার মুখের বাণী দিয়েছিল হানী
চিরশত্রু, পাকিদের পাযান বুক ।
তাই তো তোমারে রেখেছে কারাগারে
করেছে শত অত্যাচার পেয়েছে  সুখ ।
তুমি বিশ্বের বিস্ময়
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ।
পনের আগষ্ট রাতে পাকি দোসরের হাতে গিয়েছে তব প্রাণ ।
হারিয়ে তোমায় শুধু এ ধরায়
বাঙ্গালি আজি হয়েছে কাঙ্গালি ।