ধরার বুকে নেমেছে খরা
আজি বিপন্ন মানবতা ।
চারিধারে রক্ত পিপাসু হায়েনা
বিকৃত উল্লাসে দেখায় হিংশ্রতা ।
নীরবে নিভৃতে চাহি
নগ্ন আকাশ পানে ।
আজও খুঁজে পাইনি আমি
মানবের হিংশ্রতার মানে ।
একেই কি বলে মানুষ নামের
সৃষ্টির সেরা জীব ?
তবে কি ধরার বুকে কোনকালে
জ্বলেনি চেতনার কোন দ্বীপ ?
কুত্‍সিত মৃত্যু জরা আজিকার এ ধরা
তিমিরে ঢাকিল তবুও সাড়া নাহি  জাগিল
ওগো কোথায় লুকালো সত্যের সৈনিকরা ।
ওগো তোরা আয়রে আবার ছুটে
জ্বালতে হবে আলোর মশাল
আঁধার যাবে টুটে ।
করিসনে ভয় হবে রে জয়
বুকে থাকে যদি প্রত্যয় ।
সত্যের সৈনিক দেখবি দৈনিক
অবনী পরে মিথ্যার পরাজয় ।
অদ্ভুত আঁধার যাসনে হারিয়ে
ওরে সত্য সৈনিকের দল ।
শত বাঁধা পেরিয়ে যেতে হবে দুরে
রাখিস ওগো তোরা মনোবল ।
ঘরে ঘরে হাহাকার
ক্ষুধিত, পীড়তের চিত্‍কার ।
ওগো তোরা কোথায় এখন
আয়রে আবার ছুটে ।
তোদের দেখে পীড়তের মুখে
উঠবে রে হাসি ফুটে ।
বঞ্চিত যারা সঞ্চিত রেখেছে
তোদের তরে,
থরে থরে খাঁটি আশীবাদ ।