বাংলার রক্ত নদীতে প্রমোদ তরী চালিয়ে
ওগো তোরা দেখাস না আর বাহাদুরি
বড় বিস্ময় বড়ই লজ্জায়
আমি যে আজ ভয়ে মরি ।
একি স্বদেশ আমার !
নাকি হায়নার ভূ-খণ্ড?
এত বিকৃত উল্লাস , এত হিংসতা
তবুও তারা পায় না কেন দণ্ড ?
তবে কি বিবেকের পায় ওরা  
অবলীলায় পড়িয়েছে  শিকল ?
নাকি রক্ত নদীতে তৃপ্তির অবগাহন
আর মানসপটে বাংলার সিংহাসন ।