কী শরত্‍ শোভা লাগল রে মোর
অলস আঁখির কোণে ।
দেখ দেখ নীল গগণ আজি ছেয়ে আছে
ঘন সাদা সঘনে ।
নীল আকাশে মেঘের দেশে
আনন্দের দেখ ছড়াছড়ি ।
ডানা মেলে পাখির মত
ইচ্ছে করে দিতে পাড়ি ।
শরত্‍ শোভা  মনোলোভা
হয় কি গো ভাই তার তুলনা ?
মাঠে মাঠে হাওয়ায় দোলে
সবুজ ধানের চেলা ।
বিলের জলে শাপলা শালুক
জমায় রুপের খেলা ।
হাওয়ার বেগে ফুলে ওঠে
তরীর ধবল পাল ।
সোনার দেশে ভাদ্র মাসে
রসে ভরা পাকা তাল ।
চরে চরে নদীর ধারে
উঠল ফুটে সাদা কাশ ফুল ।
কাননে কাননে মধুর এ লগনে
ফুটিল আজি হাসনাহেনা, বকুল ।
শরত্‍ শোভা মনোলোভা
এ যেন বিধাতার মহান দান ।
ছন্দে ছন্দে চলার আনন্দে
গাও রে সবে তার গান ।