আয় রে আমার
জাদুকরী মোহন বাঁশির বাদক ।
তোমার তরে ঘরে ঘরে
হয়ে আছে সবে চাতক ।
আয় রে আমার
বিদ্রোহী বীর,
উঁচু করে তব শির ।
আসবে কখন সেই আশাতেই
আছি সবে অধীর ।
আয় রে আমার
দুরন্ত নৃত্য  পাগল ছন্দ ।
ধরার বুকে মুছে যাবে
আছে যত দিধাদ্বন্দ্ব ।
আয় রে আমার
বীর সিপাহী ।
আয় রে আবার
সাম্যের গান গাহী ।
আয় রে আমার
কারার লৌহ কপাট ভাঙ্গা যুবক
অত্যাচারীর বুকে আবার
চালাও কথার চাবুক ।
আয় রে আমার
বুলবুলি গাও রে ভাঙ্গার গান ।
তুমি ছাড়া গাইবে কে আর
মানুষ মহীয়ান ।
আয় রে আমার
শ্রমিক পাগল প্রেমিক পুরুষ ।
খুলে দে সামনে সবার
মুখোশ ধারীর কালো মুখোশ ।
আয় রে আমার
সকাল বেলার শান্ত পাখি ।
তোমার তরে যতন করে
রেখেছি রে রাঙ্গা রাখী ।