হায় রে বিরহী কবি
কে শুনবে তব বিরহ বিলাপ
তোমার আঁখি জল কে দিবে মুছে ।
প্রণয় বিরহ ও কিছু নয়
ও সব কিছু মিছে ।
মুছে ফেল লোনা জল
হাতে নাও তুলে মসি ।
অন্তর ভাঙ্গার কর প্রতিবাদ
লোনা জল বানাও কলমের কালি  
ঘুচে যাবে বিরহ বিলাপ
খুলে যাবে জ্ঞানের দ্বার ।
ঝেড়ে ফেল যত উচাটন
গরজিয়া ওঠ সিংহের ন্যায়
তুমি নও ঝড়া বকুল ফুল ।
হে কবি রক্ষা কর নিজেকে
পাড়ি দিতে বিরহ সাগর
উচ্চ করি তব শির ।
তাকিও না পিছন ফিরে
অপচ্ছায়া ধরবে ঘিরে ।
হে কবি কেমন করে গাইবে তখন
"নই আমি বিরহী কবি
প্রণয় ও কিছু নয় মিথ্যে সবই ।"