আছে যত মম আঁখি জল
তব আরতি করিতে
দিয়ে দিব তোমা পদতল ।
জানি আমার তুচ্ছ অশ্রু দান
কেমনে মিলিবে তব মায়া ।
আঁখি মেলে দেখি নাই
কোনকালে তব কোন ছায়া ।
আছে কেবল কিঞ্চিত্‍ বিশ্বাস
সেই সামান্য বিশ্বাস লয়ে
দিবা-নিশি থাকি কেবল ভয়ে
কাটাই নিশি-দিন যাতনা নিয়ে ।
কোনকালে কোন মানিনী মানা
প্রাণ পণে করিনি তব বন্দনা ।
তবুও তব দরবারে
তুলিয়াছি মোর হাত ।
আমি রিক্ত নয়নের জলে সিক্ত
কবুল কর মোনাজাত ।
না চাইতে তুমি যাহা
করিয়াছ মোরে দান ।
আমি পাপী বেজায় পাপী
রাখতে পারিনি মান ।
গগন-পবন রবি-শশী
দিয়েছো  পুণ করে ।
অবোধ আমি অবহেলায়
কাটিয়েছি জীবন ভরে ।
মোর জীবনের বাঁকে বাঁকে
ভরা কেবলি পাপ ।
নয়ন জলে দু হাত তুলে
চাইছি প্রভু মাফ ।