পাল তুলে হাল ধরে
মাঝি গায় গান ।
মেঘে মেঘে ছেয়ে গেছে
রঙ্গীলা আসমান ।
শরতে এক্ষণে পরতে পরতে
চারিধারে  শরত্‍ শোভা ।
মন জুড়ায় প্রাণ জুড়ায়
কী দারুন মনোলোভা ।
সবুজ ধানের পাতায় পাতায়
কৃষকের দেখি হাসি ।
খালে-বিলে পুকুর জলে
শাপলা রাশি রাশি ।
তারায় তারায় খচিত  
রাতের  নীল আকাশ ।
জুড়ায় তনু জুড়ায় হিয়া
বহে মৃদু বাতাস ।
কাশবনে ফুলে ফুলে
খেলে সাদা পরী ।
দেখে দেখে জুড়ায় আঁখি
আহা কী রুপ মরি মরি !
নিশির শিশির সবুজ ঘাসে
রবির আলোয়
বেজায় হাসে ।
সোনার দেশে ভাদ্র মাসে
মন ভরে যায়
তালের রসে ।
বিদগ্ধ মন মুগ্ধ হয়ে যায় ।
শরত্‍ শোভা দেখে ।
উষার আকাশ রঙ্গীন হল
রবির আলো মেখে ।
হাওয়ার বেগে মেঘে মেঘে
হয় রে মাতামাতি ।
নীল গগনে শুভ্র মেঘ
খেলে চড়ুই ভাতি ।