তোমার পথের ধুলায়
ফেলবনা মোর রাঙ্গা চরণ ।
দেখবনা আর দু নয়নে
তোমায় লয়ে কোন স্বপন ।
মম হিয়ার মাঝে হাজার ব্যথা
তোমার থেকে করব গোপন।
স্বপ্ন ভাঙ্গার এ কোন খেলায়
মাতলে গো তুমি ।
হেরি তব রুক্ষ হৃদয়  
খুব হয়েছি অবাক আমি ।
চোখে লয়ে অনন্ত ক্রন্দন
আমি চলে যাব চিরতরে ।
আসবনা গো কোন কালে
তব দ্বারে আর ফিরে ।
জানি তোমার পাযান মনে
কাটবেনা দাগ মম বিরহ বিষাদ ।
তবুও রবে আমার অনুভবে
সাক্ষী রবে গগনের চাঁদ ।  
(২৮ ভাদ্র ১৪২২ )
১২ সেপ্টেম্বর ১৫ ইং
সকাল:১০.৩০ ঘটিকা