ভাঙবে কারা বন্দী যারা
পুঁজিবাদের পিন্জরে ।
অবহেলায় রাতের বেলায়
ঘুমায় যারা পথের পরে ।
শীণ দেহে কিসের মোহে
উঠিয়ে দেয় গাড়ীর চাকা ।
ওরে সবহারা বন্দী যারা
ছিনিয়ে নে কালো টাকা ।
পুঁজিবাদের শিকল পড়া বন্দী যারা
ভাঙরে এবার বন্দী শালা ।
গুড়িয়ে দে পুড়িয়ে দে
প্রতিশোধের আগুন জ্বালা ।
পুঁজিবাদের শিকল কর রে বিকল
লাভ হবে না ভয় দেখিয়ে ।
করিনা ভয় করবই জয়
দাড়িয়ে আছি বুক চিতিয়ে ।
নাঙ্গা পায়ে আসব ধেয়ে
ছিনিয়ে নেব অধিকার ।
সইবনা আর পুঁজিবাদের
নীরব অত্যাচার ।
বাজাও আজি প্রলয় বিযাণ
উড়াও তব ধ্বংস নিশান ।
পুঁজিবাদ নয় সাম্যবাদ
কর রে সবে এই শ্লোগান ।
(৩১ ভাদ্র ১৪২২ )    
১৫ সেপ্টেম্বর ১৫ ইং
সকাল :১১.০০ ঘটিকা