এ নহে মম বিলাস বাসনা
ফুটেছি পথের ধারে আমি বনফুল ।
মম গন্ধে শত আনন্দে
কেউ হয়না রে মশগুল ।
ধুলি মলিন নাহি মোর উচ্চ কুলীন
থাকি হেথা শত ব্যথা ক্ষত লয়ে ।
কত পথিক বর কত গুপ্তচর
চলে যায় নিশিদিন মোর ডানে বায়ে ।
মম বুকের কাঁদন অরন্যে রোদন
কেউ শুনবার নাহি পায় ।
বন ফুলের ব্যথা হাজার দুঃখ গাঁথা
মানুষের শোনা সে কী শোভা পায় ?
(১ আশ্বিন ১৪২২)
১৬ সেপ্টেম্বর ১৫ইং
সকাল :১১.০০ ঘটিকা