আঁধার ঘর আলো করিল
তোমার জ্বালানো প্রদীপ ।
ঘর খানা হলরে আজ
সুখের শান্ত বদ্বীপ ।
দুর হল তিমির যত মুছে গেল মম ক্ষত
হেরিয়া তব চাঁদ বদন ।
এলরে এল কুঁড়ে ঘরে আজি
দেখ সবে সুখেরই লগন ।
মনের বনে ফুটিল ফুলদল
তুমি ঘরে এলে মোর তাই ।
সুখের রজনী পেয়েছি সজনী
আর কিছু নাহি চাই ।
তব আলোয় আলোকিত আজ  
মম আঁধার ভরা ভুবন ।
টুটে গেছে অবাক তিমির
শুরু হল নব অজানা জীবন ।
ঝাউশাখে মম সুখে
গাহিয়া উঠিল বুলবুল ।
প্রাণে প্রাণে জাগল জোয়ার
মন হলরে আকুল ।
(বিকাল ২.২৫ ঘটিকা )
০৪ আশ্বিন ১৪২২ বাংলা
২০ সেপ্টম্বর ১৫ ইং