নিত্য আমি ভৃত্য হয়ে
ঘুরি তোমার পিছু পিছু ।
তব দারে বারে বারে
আমি পেতে আসি কিছু ।
না যদি পাই তব দয়া
এ ভুবন মাঝে হায় ।
জীবন থেকেও এ ভুবনে
বেঁচে থাকা হবে দায় ।
নিতি আমি করি গীতি
ওগো মোর দয়াময় ।
তোমার তরে জীবন মম
আজিকার এ বিশ্বময় ।
জলে ও স্থলে আকাশে বাতাসে
তব নামের হয় গো খেলা ।
তোমার আসার আশায়
জনম ভরে করছি কত রঙ্গীন খেলা ।