কে জ্বালালো হায় আকাশের গায়
দিনে রবি ও নিশিতে শশী ।
কত কিছু লই দু হাত ভরে অবনী পরে
তবু তারে কেন ভাল নাহি বাসি ।
সৌরভ ছড়িয়ে করেনা গৌরব
কাননের যত কুসুম কলি ।
মানব তুমি হয়েছো দানব
তুমি শ্রেষ্ঠ তা কেমনে বলি ।
প্রাণীকূলে আজি প্রশ্ন তোলে
তোমাদের শ্রেষ্ঠতা লয়ে ।
কর কত অসার কাজ পাওনা লাজ
তব তরে ধীরে ধীরে ধরণী যায় ক্ষয়ে
কী হবে সন্ধান করি এ ভুবন ছাড়ি
বাঁচার তরে অন্য কোন গ্রহ ।
যেখানে যাবে সেখানেই হবে
হানাহানি, রক্তপাত আর বিদ্রোহ ।
সুজন কেন হয় রে কূজন
সুন্দর এ ভুবনে হায় ।
মানব কেন হয় রে দানব
সে কী গো শোভা পায় ?