কে মুসলমান কে হিন্দু
করিনা পরওয়ার এক বিন্দু ।
জানি কেবল মানুষ সৃষ্টির সেরা
যার তরে বসুধা হল মনোহরা ।
হে হিন্দু, মুসলমান
সবার দেহে আছে এক প্রান ।
দমে দমে ধরাধামে
গাও গান তার নামে ।
বল সবে হে হিন্দু, মুসলমান
ধরার বুকে কিছু নাহি মানুষ মহীয়ান ।
উধ্ব অধঃ আলোক আকাশ
মিঠা পানি মৃদু বাতাস ।
সবার তরে সমান সমান
শোন শোন হে হিন্দু, মুসলমান ।
মানব ধর্ম আর সুকর্ম
পাবে হেথা ধর্মের মর্ম ।
এছাড়া কিছু নাহি আর
হে হিন্দু, মুসলমান হও হুঁশিয়ার ।
কোরআন পড় পুরান পড়
প্রভুর ভয়ে হও জড়োসড়ো ।
থাকবেনা রে দিলে রিয়া
মানব ধর্মে মাতো সবে শান্তি পাবে তব  হিয়া ।    
(২৬ ভাদ্র ১৪২২ )
১০.০৯.১৫ ইং
সকাল ১১.০০ ঘটিকা