হে বন্ধু তুমি সুখের সিন্ধু মোর
তব আলোয় কেটে গেছে নিবিড়তর  ঘোর ।
তুমি আলো দিয়ে দেখাও মোরে পথ
আঁধার যখন আসো তখন চড়ে আলোর রথ ।
দুখের দিনে তুমি বিহনে
কে আছে আর নিখিল ভুবনে ।
আসুক যত নিবিড় তিমির
উদয় কর রঙ্গীন রবির ।
এ ভুবন মাঝে
মরি আমি সদা লাজে ।
না করে তব গুণগান
তবু আলোক আকাশ করেছো মোরে দান ।
তব দয়ায় মম মন ও কায়
তোমার প্রেম হয় রে উদয় ।
এ ভুবন মাঝে সকাল সাঁঝে
তব গানের বীণা বাজে ।
গানের তালে পলে পলে
দোলে রে মনটা দোলে ।
ওগো  বন্ধু তুমি সুখের সিন্ধু মোর
তুমি সবার তরে অবনী পরে দয়ার সাগর ।
তব দয়ায় সবই চলে  
আকাশ থেকে পাতালে ।
কেন বন্ধু তুমি লুকালে
লোক লোচনের আড়ালে ।