জীবন খাতার পাতায় পাতায়
লেখা যে তব নাম ।
এত ভালবেসে জীবনের শেষে
পেলাম না তার দাম ।
উষার আকাশ রাঙ্গা হয়  
অরুণ কিরণ লেগে ।
কত নিশি মোর হয় যে ভোর
তোমার আসার আশায় জেগে ।
নিতি আমি তোমার তরে একলা ঘরে
দ্বীপ খানি জ্বেলে যাই ।
দ্বীপ নিভে যায় করে হায় হায়
তবু তোমার দেখা নাই ।
কত দিন হয় দেখি না প্রিয়
তোমার মায়াবী বদন খানি ।
তোমারে লয়ে আপন আলয়ে
আমি কত যে স্বপ্ন বুনি ।
তোমার তরে মোর অন্তরে
জমে আছে কতই কথার কুসুম ।
সারা বছর ধরে মম হৃদয় পুরে
চলে প্রিয় বিরহের মৌসুম ।
ফাল্গুনে ফোটা কত বাহারী ফুল
ফাল্গুন শেষে ঝরে যায় ।
পুরনো সব স্মৃতি বাড়ায় আরও প্রীতি
তোমার তরে মন করে হায় হায় ।
তব আসার আশায় আর কত কাল
একলা ঘরে জেগে থাকি ।
ধরার বুকে দারুন খরা
মরনকে বরন করতে বাকি ।
(২৩ আশ্বিন ১৪২২)
৯ সেপ্টম্বর ১৫ ইং
সকাল ৮:৩৪ ঘটিকা