ঝড়ের বেগে আয়রে ধেয়ে
আয়রে নবীন নেচে গেয়ে ।
আজি ধরিতে হবে তরীর তব হাল
দেখ চেয়ে নবীন মাঝি জাতির জইফি হাল ।
ওঠরে নবীন উড়াও তব তরীর ধবল পাল
অলস জাতিকে জাগাতে হবে থাকিস গো সামাল ।
নবীন ওগো স্বপ্ন রঙ্গীন
হুঁশিয়ার থাকিস রাত্রি-দিন ।
আজিকার এ মহারণে
গাইবি নবীন মনে মনে ।
এ ধরায় সত্যের জয়গান    
হাসি মুখে দে বিলিয়ে আপনার ঐ প্রান
এ বসুন্ধরা নিবিড়তর তিমির ঘেরা
জ্বালবি ওগো আলোর মশাল আছিস যারা নবীন তোরা ।
সংঘাতময়, বিষাদময় ভুবন ঘোচাতে হবে আজি
নবীন ওগো আয়রে সবে ধরতে হবে বাজি ।
আলো-আঁধার, সত্য-মিথ্যার লড়াই হবে আজ
পরাজিত হবে নব-নবীনের কাছে মিথ্যার মহারাজ ।
যদি কেউ দেয়রে হুংকার বাজাবি তবে
প্রলয় বিযাণ
চিত্কার করে মরবে ওরে আছে যত নিঠুর, পাযান ।