আমি শ্যামল বাংলার প্রান্তরে
হারিয়েছি হায় আমারে ।
জনম আমার এই বাংলায়
লক্ষ কোটি সবুজ স্বপ্ন মম অন্তরে ।
আমি রূপসী বাংলার দামাল ছেলে
মমতায় ঘেরা মম মন ।
সবুজের মাঝে অবুঝ যারা
তাদের লয়ে ভাবি অনুক্ষণ ।
ওরে আমার নবীন কিশোর
বিলিয়ে দে তব তনু মন প্রাণ ।
দেশ মাতৃকার সন্তান ওরে
রাখিস দেশের মান ।
হায়েনা যদি দেয় রে হানা
ছোট্ট সোনার এই দেশটাকে ।
বুকের রক্ত ঢেলে দিয়ে, নবীন ।
রক্ষা করিস এই মাকে ।
দেখিস না মা যে জননী এখনও কাঁদে
কত সন্তান হারিয়ে সেই একাত্তরে ।
কত মা বোন হারিয়েছে সম্ভ্রম
কত বন্দির গিয়েছে প্রাণ কমিনের
কারাগারে ।
আমি দেখি এখনও মা কাঁদে
ওগো নবীন মুছে দে মায়ের আঁখি জল
মাকে বল,মাগো আর কেঁদনা আমরা আছি ।তোমার দামাল ছেলের দল।