উৎস্বর্গ: সকল মেহনতি মানুষকে
যারা সবসময় অত্যাচারিত।


মোারা দূর্বার করি  চুরমার
মহারাজার মস্ত দূর্গ।
মানিনা মানবনা
পাপী রাজার পাপের স্বর্গ।
আমরা শ্রমিক আমরা প্রেমিক
হাতে আছে হায় হাতিয়ার।
অত্যাচারী, শোষণকারী
তুলবিনা খড়গ থাকবি হুঁশিয়ার।
কুরীতি চালাবিনা অতি
রাখবি খেয়াল প্রজার প্রতি
অত্যাচারীর দূর্গ প্রাচীর
ভাঙব মোরা দিবারাত্রি।
আরাম করার কুরসি তোর
হারাম করে দেব।
রক্ত, ঘামের সিংহাসনে
আসন করে নেব।
দূর্নীতিবাজ সমাজপতি
তুলবিনা রাহুর গ্রাস।
শ্রমিক সমাজ জেগেছ এবার
হবে তোদের ত্রাস।
দেবনা আর আশীষ মালা
ছিনিয়ে নেব মাথার তাজ।
সাবধান, হুঁশিয়ার
ওহে ব্যভীচারি, শোষক সমাজ।
কালে কালে বেখেয়ালে
সয়েছি নীরব অত্যাচার।
সাবধান ওরে সাবধান
হাতে নিয়েছি হাতিয়ার।


রচনাকাল : ১৮ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ
সকাল : ৯:৩০ ঘটিকা
গাজীনগর: দক্ষিণ সুনাম গন্জ।