গহন রাতের জ্যোৎস্নার আলো
আমার আজি মন ভুলালো।
উঠল যখন চাঁদখানি হেসে
দুরের ঐ গগণ দেশে।
ছিল যত নিবিড় আঁধার ছুটে পালালো
নীল জোৎস্নার আলো আমার নয়ন ভুলালো।
সেই আলোতে করতে খেলা
গহন এই রাত্রি বেলা।
বাঁশবনে আর ঝাউ বনে কে এলো
জোনাকি চাঁদের আলোয় আলো জ্বালালো।
মনের কোণের দুঃখ গুলো
কোথায় রে লুকালো।
মিটি মিটি তারার সাথে
জেগে আমি একলা রাতে।
গহন রাতে বহে  পবণ
জুড়ায় তনু জুড়ায় এ মন।


রচনাকাল : ২৫ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ
গাজীনগর: পাথারিয়া: দক্ষিণ সুনামগঞ্জ
রাত         : ৯:৩০ ঘটিকা