(রচনাকাল : ৪ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ)


যে দিয়েছ তোকে ভিক্ষার ঝুলি
উড়িয়ে দে তার মাথার খুলি।
তুই পাষান পুরীর নিঠুর পাষান
শত অন্যায়ের করবি অবসান।
শিকল পড়া সর্বহারা
বন্দী জীবন কররে সারা।
তোল ফনা মার ছোবল
জনম কী তোর ভুগতে কেবল।
তোর হাতে আলোর মশাল
তব ধ্বংসের থাবা আছে বিশাল।
তুই জানিস চিল,শকুন,বাজ পাখির মানে
তুই ধরবি শিকার উড়বি আকাশ পানে।
তুই বসুধার বুকে হানবি বিষাণ
উড়াবি হায় এই ধরায় তোর বিজয় নিশান।
তুই হিংসার অনল জ্বালবি
তোর প্রবল পবণে নিখিল ভুবনে
রাহুর ত্রাস তুলবি।
ঈশান কোণে জমে থাকা বৈশাখের কালো মেঘ
মাতিয়া ছুটিয়া নীল গগণে বাড়াবি ঝড়ের বেগ।
তোর স্বচ্ছ রুক্ষ স্বভাবে
প্রশ্ন বাণে বিদ্ধ করবি সবে।
তুই পীড়তের লাগি নিবিড় নিশুতি জাগি
দুঃখী জনের দুঃখটাকে করবি ভাগাভাগি।
তুই তরুণ তমাল পথিকেরে করবি ছায়া দান
তুই ছাড়া গাইবে কে আর আপনারই গান।
তুই শৃঙ্খল দ'লে যা
চঞ্চল মনে যাহা খুশি তাহা করে যা।
তুই বাজা আপনার জয় ভেরি
বক্ষদেশ বিদীর্ণ কর, করে যারা বাহাদুরি।
তুই মুছে ফেল তব আঁখি জল
হিংস্রতায় ধরার বুকে সামনে এগিয়ে চল।
তুই অগ্নিগিরীর অগ্নিশিখা
পুড়ে মার তোর বহ্নিশিখায়
যেমনি মেরেছ রাক্ষস রাবন।
তুই সব তোল এ কলরব তুই ধরিত্রীর মহারাজ
হুংকার দিয়ে চল পড়বি মাথায় তাজ।
গাও হরদম হ্যায় হরদম
তুই দূর্মম তুূই দূর্দম।
তুই প্রবল প্রলয়ে পুলক পাবি পলকে পলকে
বিজলি সম ছারখার কর সব এক ঝলকে।
তুই চৈত্রের খরা বর্ষার বাদল
বন্দী দশার ভাঙ্গরে আগল।
তুই বেলা অবেলা কর আলো-আঁধার খেলা
আকাশ পাতাল চলবি মাতাল করবি ভাঙ্গা গড়ার মেলা।
তুই তুলে নে খোলা তরবারি
ওদের মস্তক ছিন্ন কর যারা দম্ভকারী।
তুই সাইমুম ঝড় সাহারা মরুভূমির
অসহায়ের সম্বল তুই হাসিমুখ গরীব দুখির।
তুই রণে, বনে জল ও স্থলে
চলবি ধরায় তালে বেতালে।
তুই হাসি তুই ক্রন্দন
পায়ে দ'লে যা আছে যত বন্ধন।
তুই রক্তিম রবির তেজোদীপ্ত আলো
ঘোচাবি তুই দুই হাতে নিবিড়তর কালো।
মহান মে দিবস উপলক্ষে লেখা কবিতা।উৎস্বর্গ সকল মেহনতি মানুষকে যারা অত্যাচারিত।