যাইবার কালে বলি বারে বারে
সদা শুনিও সত্যের অমোঘ বাণী।
রাখিও স্মরণ করিওনা হরণ
পতির বিশ্বাস, ওগো হৃদয়ের রাণী।
শত সুখে আর দুখে জড়িয়ে রেখ বুকে
গভীর প্রণয়ের পুরনো স্মৃতি।
বসে নিরালায় যদি গো মনে চায়
ভাবিও মোরে একটুখানি দিবা-রাতি।
আমার গভীর মিনতি তোমার তরে
শোন হে মোর প্রিয়তমা।
ভালবাসার করবনা ক্ষতি
দিয়ে গেলাম এ অঙ্গীকারনামা।
মলিন বদনে থাকিওনা তুমি
বারে বারে তোমায় বলি।
তোমার উদরে গোপনে গোপনে
ফুটিছে হায় ভালবাসার কুসুম কলি।
তব চাঁদ বদনখানি হয় যদি মলিন
আমার যাইবার কালে।
দুর পথের যাত্রী আমি
ভরবে মম নয়ন লোনা জলে।
ওগো মোর প্রিয় বধু
তব তনু মন রাখিও পুতঃপবিত্র।
সত্যের সাথে দিবস রাতে
আপনারে রাখিও সদাব্রত।
হে প্রিয়জন করি তোমায়  নিবেদন
উচ্চস্বরে কারো সাথে বলিও কোন কথা।
মিলেমিশে থাকিও সদা
দাওনা যেন কারে কোন ব্যথা।
আমার আমিতে নেই যেন আর
তোমাতে হয়েছি বিলীন।
তোমায় ছেড়ে দুর গাঁয়ে
মনটা রবে মলিন।
যত দুর হোকনা কেন
দুর হবে যে কাছে।
স্বপ্ন লয়ে বাঁচব মোরা
দু'জন দুজনাকে ভালবেসে।