এতোদিন পর এলে সখী আপনার আলয়ে
জুড়াব মন আজি বসিয়া নিরালে।
বলিব আমার না বলা সব কথা
একপলকও যেতে নাহি দেব চোখের আড়ালে।
আমি নাহি যাব আর কোন কাজে
সখী তোমারে ফেলিয়া।
নয়নে নয়নে কব কত  কথা
দুজনার নয়ন মেলিয়া।
তোমার কালো চোখের আলোতে আজি
দুর করিব আমার সকল আঁধার।
সেই আশাতে আসন পেতে
খুলে রেখেছি মনের দুয়ার।
জ্যোৎস্না বিছানে মধুর তানে
গাইব প্রণয় গান।
তারায় তারায় গগন পাড়ায়
বহে প্রেমের মধুর তান।
সবুজ ঘাসের নরম বিছানায়
হাতে রেখে সখী হাত।
গল্পে গল্পে কাটিয়ে দেব
জ্যোৎস্না মাখানো রাত।


আমার প্রিয় পত্নী বাবার বাড়ি থেকে আবার ঘরে ফিরে আসা উপলক্ষে লেখা এ কবিতা।
রচনাকাল :২৪ জৈষ্ঠ ১৪২৩ বঙাব্দ
দত্ত গ্রাম মাধ্য: বিদ্যালয়।
দিরাই, সুনামগঞ্জ।
পরীক্ষার হলে বসে কবিতাখানি লেখা।