হে প্রভু রুদ্রঝড় ক্ষুদ্রজনের দারে
নাহি যেন গো আসে কোন কালে।
সদাশয় সদগতি করিও জগতপতি
মানবের তরে আজিকার এ নভোতলে।
আকুল আরতি তোমার প্রতি
রুদ্ধ করে দাও হে প্রভু দোজখের ঐ দ্বার।
খুলিয়া দাও সবার তরে
বেহেশতের শান্তির সব দুয়ার।
ভ্যুলোক দ্যুলোক নিখিল ব্যাপিয়া
গাহিয়া উঠুক প্রেমের পাপিয়া।
আপনার পাপে নাহি যেন কাঁদে মা,বাপে
অচেতন আত্না উঠুক জাগিয়া।
আপনসর্বস্ব দিতে পারি যেন সবে
সৎসঙ্গে স্বর্গ বাস থাকুক সদা অনুভবে।
আমারে যেন রুধিতে নাহি পারে
আপনার কোন ভাল কাজে।
ডাকিয়া ডাকিয়া যায় যেন টুটিয়া
নূরের আলো এ ধরার মাঝে।
নিবিড় নিশিতে গোপনে ফোটাফুল
যেমনিতর ঝরিয়া যায়।
দরবারে তোর তেমনি করে
লুটাইতে মন চায়।



রচনাকাল :২৬ জৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ।