পোষা পাখি আমার দিলরে ফাঁকি
কোন দোষেতে না জানি।
প্রাণের পাখিটি কাজল আঁখি দুটি
কেমন লিখি বল করুণ কাহিনী।
সুরেরও পাখি মোর দিলরে আঁধার ঘোর
কাঁদি যে তার লাগি দিন রজনী।
নিশিদিন প্রভাতে আঁধারে আলোতে
প্রতিদিন তারে শুধু  খুঁজি।
পিঞ্জরও ভাঙ্গিয়া গেল রে উড়িয়া
কোন দোষোতে নাহি বুঝি।
আঙিনায় আসিয়া নামটি মোর ধরিয়া
করিত পাখি ডাকাডাকি।
সেই পাখি মোর আনিল আঁধার ঘোর
চিরতরে দিল হায় ফাঁকি।
বাকি এ জীবনে নিখিল ভুবনে
আর নাহি পাব তাঁর দেখা।
বিষন্ন বদনে প্রকাশ্যে গোপনে
ফুটবে না হাসির রেখা।
বাতায়ন খুলিয়া নয়ন মেলিয়া
নিরবধি দেখি তাঁর সমাধি।


পটভূমি :আজকের এই দিনে আমার  শ্রদ্ধেয় ভাই মোঃ মশিউর রহমান (রতন) কে হারিয়েছি।তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাঁকে স্মরণ করে লেখা আজকের এ কবিতা।


রচনাকাল : ১৫ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ।
সকাল: ৯:০০ ঘটিকা।