নাহি আর সংশয়
চিত্তে আছে প্রত্যয়।
পলে পলে গাহি রে
সত্যের হবে জয়।
কায় মনে নিশিদিনে
মোরা সবে নেব চিনে
সদাই সত্যের পথ।
কে পারে রুধিতে আর
মোদের বিজয়রথ।
মেদিনীর বুকে
দাঁড়াব মোরা রুখে।
সত্যের নিশান উড়ায়ে
করেছি পণ মরব না ধুঁকে ধুঁকে।
এসো আলোর মশাল হাতে
এসো নিশিতে প্রভাতে।
এসো পলে পলে  দলে দলে
অবলাদের ঘুম ভাঙাতে।
গগনে জ্বলিছে রবি
উন্মুখ আজি উদাসী কবি।
মসি হাতে আছে বসি
কবিতায় লিখিতে সত্য সবই।
আদুল গায়ে নাঙ্গা পায়ে
আয় রে সবে আয় রে ধেয়ে।
করিতে সত্যের জয়গান
মিথ্যুক, হিংসুক দেখবে শুধু চেয়ে।
নাহি আর
হারানোর কোন ভয়।
জীবন থাকিতে এ ধরণীতে
মরন করিতে হবে জয়।
এসো হে এসো
সত্যের সকল সৈনিক।
কত নিরীহ প্রাণ করিবে মেদিনী দান
নাহি করিব অবলোকন দৈনিক।
করিছে যারা
নিরীহ জীবন হরণ।
মরনের আগেই নিখিল ভুবনে
আনিছে ডাকি মরণ।
ওগো সত্যের সারথি
আয় গো করিতে আরতি।
মানুষে মানুষে নাহি হানাহানি
দৃঢ় করিতে বন্ধন প্রীতি।



রচনাকাল : ২৮ আষাঢ় ১৪২৩ বঙাব্দ
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ। রাত:১১:৩০ ঘটিকা।