আমি শান্তির ধ্বজা উড়াতে এসেছি ভাই  
বসুধার বুকে আমির ফকির ব্যবধান করিনা তাই।
আমার খুলে গেছে দিলের দরজা
চিত্ত মম করেছে দখল শান্তির তাকাওয়া।
এসো ভাই ভুলে যাই মিছে হানাহানি
পৃথিবীতে পালন করি প্রভুর দেওয়া বাণী।
নাহি ব্যবধান কোনখানে কালো আর ধলো
নয়নোপান্তে আছে সবার জ্ঞানেরই আলো।
ওই কালো চোখের আলো নিয়ে চলিবার চাই
মানুষ মহীয়ান তাই  মানুষেরই গান গাই।
দিলের দরজা দাও খুলে
আজিকার এ নভোতলে।
মানুষেরে ভালবাসিলে
হেথা খোদার দিদার মিলে।
এসো ভাই এসো বোন সবাই মিলে করি পণ
গড়ব মোরা সবাই মিলে মোদের এ ভুবন।
এসো গো এসো শান্তির পতাকা তলে
আঁধার ঠেলে আলোর মশাল জ্বেলে।
ঝঞ্জা রে পায়ে দ'লে
এসো ভাই এসো দলে দলে।
দেখো ভাই এসো দেখো গৃহহারা পথবাসি
নিশিদিন কাঁদিছে তারা পথের ধারে বসি।
ওরা মানুষ নাহি রে কমজাত,আছে ওদের মান
আমাদের মতো আছে তাদের তনু,মন প্রাণ।



রচনাকাল:৩০ আষাঢ় ১৪২৩ বঙাব্দ
রাত:৯.০০ ঘটিকা।