নিত্য সত্য গাহিবে চিত্ত
থাকিব না আর মিথ্যার ভৃত্য।
কুপথ ছেড়ে সুপথ ধরে
চলিব সদা অবনী পরে।
আঁধার আমার ঠেলে পায়ে
বাঁধার দেয়াল উঠব বেয়ে।
করেছি পণ মানব নাকো হার
সত্য লয়ে বিশ্বালয়ে নেব মৃত্যু উপহার। মানব আমি নইকো দানব হবে মোর লয়
চেতনার কেতন হাতে বিজয় আনিব নিশ্চয়।
নিশি ভোর জাগিয়া উঠিব সকালে
গাহি মানুষ মহীয়ান নিতি  নভোতলে।
তথ্যে তারূণ্যে নিত্যে সত্যে
মত্ত রহিব আনন্দ চিত্তে।
পুলক পাব পলে পলে পাব চিত্ত বল
আমি সত্যের ভৃত্য, গাহি সত্য নিত্য, সত্য মম সম্বল।
আমারে কে রুধিতে পারে সত্য কে করিব প্রচার
মিথ্যার হুংকারে ডরেনা সাদিক যতই কর প্রহার।
আমি ভাই নিয়েছি ঠাঁই ন্যায়ের পতাকা তলে
পারবে না কেউ হারাতে মোরে শত কূট কৌশলে।
আমি আশার বাণী শোনাতে এসেছি ভাই
বঞ্চিদের পাশে দাঁড়াতে হাতে নিয়েছি তুলে মসি তাই।
আমি কুঙ্জ বনে গুঙ্জরিত মৌমাছি
সত্যের মাঝে পেয়েছি মধু সেই মধু খেয়ে আমি বাঁচি।



রচনাকাল :৩১ আষাঢ় ১৪২৩ বঙাব্দ
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ। সকাল:১১:০০ ঘটিকা।
(অনলাইন পত্রিকায় প্রকাশিত)