নব জাগরণে শিহরণ জাগে প্রাণে
প্রবীণ যেন নবীন হয়ে এগিয়ে চলে সামনে।
পিছনে আসে নবীন প্রাণের নব সৈনিক দল
রাত্রি নিশিতে নবীন ঝরায় রক্ত, ঘামের ঢল।
ওরা আজ জিঞ্জির ছিড়ে পিঞ্জর ভেঙে চলে
মুক্তির পথে শক্তি লয়ে হিম্মত হেঁকে বলে।
ওরা সত্যের পথে সত্যের সাথে
নিশিদিন চলিতে চায়
মিথ্যার বুকে হাসি মুখে
তীর চালাতে ভয় নাহি আর পায়।
আঁখিতে অগ্নি বুকেতে হিম্মত
মার্চ করে দিন রাত।
সত্য সুন্দর, সত্যকে ভালবেসে
আনিতে চায় রাঙা প্রভাত।
নবীন প্রাণ প্রবল গতিময়
নব জাগরণের শিহরণ জাগে
আজিকার এ বিশ্বময়।
কণ্টক ভরা পথে ওরা
দ্বিধাহীন রাত দিন।
নাঙ্গা চরণে কণ্টক লেগে রক্ত ঝরে
তবুও ওরা বাজায়ে যায় জাগরণ বীণ।
নব প্রাণে নব জাগরণের
ধ্বণি কেবলি শুনি।
সাবধান সাবধান
ঐ বিশ্ব কাঁপাতে কেতন হাতে
শুনায় নবীন চেতনার শত বাণী।
আয় আয় শুনে যাও সবে
নবীন প্রাণের নব জাগরণের
নতুন আহবান।
অবনী পরে ঘরে ঘরে
ছড়িয়ে দাও জাগরণ অভিযান।।