দামিনী ডাকা যামিনীতে
ডেকেছিনু তোমারে কামিনী।
চেয়েছিনু প্রণয় সোহাগ
আমারে দিতে পারনি।
আমার অনন্ত আত্মার ক্রন্দন
নিবিড়তর করে চেয়েছিল তব বন্ধন।
পরম পরশে প্রণয় হরষে
কাটাতে চেয়েছি  সোহাগের রাতি।
গগনদেশে পরম আবেশে
যেমনিতর শশী  মিশে।
শশী ভরা গগনের মতো
চেয়েছিলেম তোমারে ভালবেসে।
অনিল এনেছিল তনু মাঝে
নীলিমার নীল সাঁঝ।
দামিনী ডাকা যামিনীতে প্রিয়
দিয়েছ অজান্তে করুণ লাজ।
সকরুণ আঁখির আরতি প্রিয়া
কেন গো রাখলেনা আজ?
বুঝিনা বুঝিনা তব যাতনা
মম উন্নত শিরে পড়েছে সজনী বাজ।
ঘুমজাগা পাখি যেন মোর দুটি আঁখি
নিশিদিন তোমারে করে ডাকাডাকি।
রিক্ত বুকের রোদন প্রিয়
এমনিতর দিলে ফাঁকি!
নাইবা দিলে এমন দিনে
সোহাগ উপহার।
চিত্ত ভরে নিত্য তোমায়
দিব আমার প্রীতি কন্ঠহার।।



রচনাকাল :৭ শ্রাবণ ১৪২৩ বঙাব্দ